Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যকাজের মাধ্যমে সরকার মানুষের কাছে পৌঁছাতে চাইছে : মুখ্যমন্ত্রী

কাজের মাধ্যমে সরকার মানুষের কাছে পৌঁছাতে চাইছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম যখন কোন বিষয় আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তখন সেটা শুধরে নেওয়ার চেষ্টা করে বর্তমান সরকার। স্বাধীনতা দিবস এবং সংহতি ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান এবং মরনোত্তর চক্ষু ও দেহদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মু্খ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, সরকার মানুষের কাছে কাজের মাধ্যমে পৌঁছাতে চাইছে।

 ঠিকভাবে কাজ হলে মানুষ অবশ্যই স্মরণ করবে বলে জানান মু্খ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, বিভিন্ন সেবামূলক কাজ এবং এলাকায় সাংস্কৃতিক পরিমণ্ডল বিস্তারে সংহতি ক্লাবের ভূমিকা প্রশংসনীয়। এবং আগামী দিনের সেই প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে যেমন তিনি। তিনি আরো বলেন ত্রিপুরা পর্যটন কেন্দ্র উন্নয়নের গুরুত্ব দিয়েছে সরকার। পর্যটকদের সুবিধার্থে এক্সপ্রেস ট্রেনের সংখ্যা রাজ্যে বেড়েছে। বর্তমানে ভারতীয় এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে বহির্রাজ্যে যাতায়াত করছে। বর্তমান সরকার মানুষের সরকার। মানুষের সমস্যা সমাধান করতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, বিদ্যুৎ, পানীয় জল সহ সমস্ত মৌলিক চাহিদা মিটিয়ে দিচ্ছে। এদিন মু্খ্যমন্ত্রী বিভিন্ন বিভাগে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কচিকাঁচাদের হাতে পুরস্কার তুলে দেন। রক্তদানের পাশাপাশি, মরণোত্তর চক্ষু এবং দেহদানের যতো এই মহৎ উদ্যোগে যারা সামিল হয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানান মু্খ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য