Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যদুর্বৃত্তদের আগুনে পুড়লো কংগ্রেস ভবনে জাতীয় পতাকা এবং স্বাধীনতার সংগ্রামীদের ছবি

দুর্বৃত্তদের আগুনে পুড়লো কংগ্রেস ভবনে জাতীয় পতাকা এবং স্বাধীনতার সংগ্রামীদের ছবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : স্বাধীনতা দিবসের আগের দিন শাসকদলের রাজনীতির আগুনে পুড়ল বাগমা কংগ্রেস ভবন বলে অভিযোগ!কংগ্রেস ভবনটির দরজা, জানালা, স্বাধীনতার সংগ্রামী শহীদদের ছবি সহ আসবাবপত্র পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবসের সকালে বাগমা থানায় ডেপুটেশন প্রদান করল কংগ্রেস কর্মী সমর্থকরা।

 বাগমা ব্লক কংগ্রেস সভাপতি টিটন পালের অভিযোগ, গত দুইদিন ধরে বাগমা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সোমবার রাতে বিজেপি দুষ্কৃতিকারীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে কংগ্রেস ভবনের দরজায় আগুন লাগিয়ে দেয়। যার ফলে কংগ্রেস ভবনে আগুন বিস্তার লাভ করে স্বাধীনতা সংগ্রামীদের ছবি সহ বিভিন্ন আসবাবপত্র পত্র পুড়ে ছাই হয়ে যায়। অবাক করার বিষয় যারা গোটা দেশে অমৃত মহোৎসব পালন করছে তাদের দলের দুষ্কৃতিকারীরা জাতীয় পতাকা পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। তাদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বাগমা ব্লক কংগ্রেস, যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন। কারণ এর আগেও তিন থেকে চারবার এই কংগ্রেস ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা সংগঠিত হয়েছে বলে অভিযোগ তুলেন নেতৃত্ব। এই ঘটনায় কলঙ্কিত হয়েছে শাসক দলের দুর্বৃত্তরা। স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় পতাকার প্রতি তারা অসম্মান করেছে। মান এবং হুঁশ পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে বলা চলে। এমনটাই মনে করছে ব্লক কংগ্রেস। তারা এই ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানায় রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য