স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনে শামিল হলেন স্বাধীনতার সংগ্রামী প্রমথ রঞ্জন ব্যানার্জি এবং তাঁর সহধর্মিনী মনোরমা ব্যানার্জির পরিবার। রাজধানীর মিলন সংঘ সংলগ্ন এলাকায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে স্বাধীনতার সংগ্রামী পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান স্বাধীনতা সংগ্রামীদের।
দুই স্বাধীনতা সংগ্রামীর কণ্যারা জানান, তাদের পিতা প্রমথ রঞ্জন ব্যানার্জি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এবং আন্দোলন করতে গিয়ে ১৭ বছর বয়স থেকে ঢাকায় জেলে ছিলেন। তারপর থেকে সেখান থেকে ফিরে কলকাতায়, জব্বলপুর এবং আন্দামান জেলেও বন্দি ছিলেন। এবং এই স্বাধীনতার সংগ্রামী প্রমথ রঞ্জন ব্যানার্জির সহধর্মিনী মনোরমা ব্যানার্জি তথা তাদের মা ছিলেন বিপ্লবীদের সহযোগী ছিলেন। দুজনেই আজীবন স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। মঙ্গলবার সকালে প্রমথ রঞ্জন ব্যানার্জির পরিবারের সদস্য পার্থ ব্যানার্জীর উদ্যোগে রাজধানীর মিলন সংঘ সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবারের লোকজনেরা স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানান।