স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : ৭৭ তম স্বাধীনতা দিবস অত্যন্ত গৌরব জনক দিন। এবং এ দিনটা শুধু আনুষ্ঠানিকভাবে পালন করার দিন নয়, স্বাধীনতার সংগ্রামীরা যে স্বপ্ন ও লক্ষ্যকে সামনে রেখে তাদের জীবন, যৌবন কোরবানি দিয়েছে তা সাকার করার জন্য এবং আকাঙ্ক্ষা পূরণ করতে শপথ গ্রহণের দিন আজ।
মঙ্গলবার সি.পি.আই.এম রাজ্য দপ্তরে ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকার উত্তোলন করে এই কথা বললেন সি.পি.আই.এম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। পরে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, আজকে এই আনন্দের দিনে দাঁড়িয়ে বলতে হচ্ছে একদিকে যেমন দেশবাসী আনন্দ করছে, অপরদিকে এই স্বাধীনতা দেশেকে যে সংবিধান দিয়েছে তা বিপন্ন। আর দেশের সংবিধান যারা বিপন্ন করছে তারা কোন কোন ভাবে আজ ক্ষমতার কেন্দ্রে রয়েছে।
এবং স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নে যাতে এই দেশ চলে এবং মানুষ যাতে শ্বাস ফেলতে পারে তার জন্য আজকের দিনে শপথ নিতে হবে বলে বিজেপিকে নাম না করে কাঠগড়ায় দাঁড় করালেন জিতেন্দ্র চৌধুরী। অপরদিকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে বলেন, উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় মঙ্গলবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে প্রদেশ বিজেপি কার্যালয় থেকে শুরু করে জেলা, ব্লক এবং বুথ স্তর পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করা হয়েছে।
এবং আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। স্বাধীনতা সংগ্রামীদের প্রতীকৃতিতে পুষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আজকের দিন দেশবাসীর জন্য গর্বের। আগামী দিনে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দেশবাসীকে নিয়ে কংগ্রেস কাজ করবে। তিনি আরো বলেন আজকে জেলা, ব্লক স্তরের কংগ্রেস কর্মীরাও একইভাবে বিশেষ মর্যাদার সাথে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে।