স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : লোকসভায় নির্বাচনকে সামনে রেখে বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন। সাড়ে চার শতাধিক ভোটার যোগদান করল পদ্ম শিবিরে। যোগদান শিবিরটি হয় রবিবার বড়জলা বিধানসভা কেন্দ্রের উষা বাজার স্থিত সুখময় স্কুলে।
বিজেপি বড়জলা মন্ডলের উদ্যোগে হয় এই যোগদান সভা। যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। যোগদান সভায় সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে ১৬৫ পরিবারের ৪৫৭ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরন করে নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন ত্রিপুরা রাজ্যের একমাত্র উন্নয়ন করতে পারে বিজেপি সরকার। মানুষ তা বুঝে গেছে। তাই দিকে দিকে মানুষ বিজেপি দলে যোগদান করছে। কমিউনিস্টরা দীর্ঘ ২৫ বছরে গরীবকে আরও গরীব বানানোর কাজ করেছে। বর্তমানে তারাই এখন আবার বড় বড় কথা বলছেন। এইদিন নাম না করে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের তিব্র সমালোচনা করেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম-এর জোট নিয়েও উভয় দলের তিব্র সমালোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন ত্রিপুরা রাজ্যের মানুষ কমিউনিস্টদের প্রধান বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছে। এখন আবার দুই কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে কংগ্রেস-সিপিআইএম এক জোট হয়েছে। অথচ কমিউনিস্ট শাসনকালে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি এইদিন আত্মবিশ্বাসের সাথে বলেন ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের মানুষ তৈরি হয়ে গেছে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য। এইদিনের যোগদান সভায় এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। যোগদান সভাকে কেন্দ্র করে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।