Friday, September 13, 2024
বাড়িবিশ্ব সংবাদইরানের মাজারে হামলায় নিহত ১, আহত ৭

ইরানের মাজারে হামলায় নিহত ১, আহত ৭

স্যন্দন ডিজিটেল ডেস্ক, আগরতলা ,১৪ আগস্ট: রানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে শিয়া মুসলিমদের একটি মাজারে হামলায় অন্তত একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, রোববারের এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছিল।দেশটির ফারস প্রদেশের গভর্নর মোহাম্মদ হাদি ইমানিয়েহ বলেন, “স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। এক সশস্ত্র সন্ত্রাসী মাজার এলাকায় প্রবেশ করে গুলি করতে শুরু করে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।“এ হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন।”\এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে মাজারটির দুই কর্মী ও জিয়ারত করতে আসা দুই পুণ্যার্থী রয়েছেন। ওই এলাকার দোকানপাট বন্ধ রাখা হয়েছে।\নিরাপত্তা বাহিনী মাজার এলাকাটি ঘেরাও করে রেখেছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

শিরাজের শাহ্ চেরাগ মাজারে চালানো এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের অক্টোবরে এই মাজারে হওয়া আরেকটি হামলায় ১৫ জন নিহত হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।আইএস এর আগেও ইরানে চালানো বিভিন্ন হামলার দায় স্বীকার করেছিল। এর মধ্যে ২০১৭ সালে দেশটির পার্লামেন্ট এবং ইসলামিক প্রজাতন্ত্রটির প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহল্লাহ খোমেনির মাজারে চালানো প্রাণঘাতী হামলা অন্যতম।ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে আসা ভিডিওগুলোতে আতঙ্কিত পুণ্যার্থীদের তাদের ম্বজনদের খোঁজে ছুটাছুটি করতে দেখা গেছে। মাজার প্রাঙ্গণে রক্তাক্ত কাপড়চোপড়ও পড়ে থাকতে দেখা গেছে। 

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য