স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ধলাই জেলায়। দুর্নীতির অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয় চাকরি প্রত্যাশীদের মধ্যে। শুক্রবার নিবিড় শিশু উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে ঝুলিয়ে দেয় তালা। জানা যায়, গন্ডাছড়া মহকুমা ৬৪ টি অঙ্গনওয়াড়ি সেন্টারে ৬৪ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহযোগী নিয়োগ করতে গিয়ে হিমসিম খাচ্ছে গন্ডাছড়া সি ডি পি ও।
অভিযোগ শুক্রবার ইন্টারভিউ বোর্ড থেকে যারা বাতিল হয়েছে তারা বহু বছর ধরে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে দায়িত্ব পালন করছেন। কিন্তু ইন্টারভিউ বোর্ড কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে বাদ দিয়ে নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করেছেন। কিন্তু যারা বাদ গেছে তারা দীর্ঘ বছরের পর বছর অঙ্গনওয়াড়ি সেন্টারে দায়িত্ব পালন করে সংসার পরিচালনা করছে বলে জানায়। পরবর্তী সময় সিদ্ধান্ত ক্রমে জানানো হয় যারা পাঁচ থেকে দশ বছর ধরে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে দায়িত্বে রয়েছেন তারা বহাল থাকবে। এবং এদিনর আন্দোলনে মাইলেজ দিয়েছে রাইমা ভ্যালির তিপ্রা মথা। তারা জানায় কোন রঙ দেখে নিও চলবে না। তাই আন্দোলন সংগঠিত করা হয়েছে। তবে নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ক্রমশ মাথা ছাড়া দিচ্ছে। যা শাসক দলকে কালিমা লিপ্ত করছে।