Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যকংগ্রেস ভবন থেকে দুই নেশা কারবারিকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে

কংগ্রেস ভবন থেকে দুই নেশা কারবারিকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : পরিত্যক্ত কংগ্রেস ভবনে ব্রাউন সুগারের কন্টেনার সহ আটক ২ যুবক। ঘটনা বিবরনে জানা যায়, শুক্রবার সকালে বিশালগড় নিচের বাজারে পরিত্যক্ত কংগ্রেস ভবনে ব্রাউন সুগারের কন্টেনার সহ স্থানীয়দের হাতে আটক হয় তারা। জানা যায় অফিসটিলা এলাকার যুবক বাপী কর্মকার বিশালগড় নিচের বাজারে পরিত্যক্ত কংগ্রেস ভবনে ব্রাউন সুগারের কন্টেনার বিক্রি করে যাচ্ছে।

সেখান থেকে তারা এগুলি কিনে নিচের বাজারের পরিত্যক্ত কংগ্রেস ভবনে চলে আসে। এবং কংগ্রেস ভবনে তারা নেশায় বুদ পড়ে থাকে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে নেশা রমরমা ব্যবসা। তাই এলাকাবাসী ধৈর্য্য হারা হয়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে তারা এভাবে আশেপাশের পরিবেশ নষ্ট করে চলেছে। এলাকায় অসামাজিক কার্যকলাপও বেড়েছে। তাই এদিন তাদের আটক করে বেঁধে রাখা হয়। এবং কঠোর শাস্তির জন্য পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য