স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : সিপাহীজলা জেলার অন্তর্গত জম্পুইজলা বাজার সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ টাকারজলা-জম্পুইজলা অটো শ্রমিকদের। অটো চালকরা জম্পুইজলা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভে সামিল হয় বেহাল রাস্তার কারনে। তাদের অভিযোগ টাকারজলা, জম্পুইজলা প্রমোদনগর, হিরাপুর, দোহারাম, মহরাম, নয়ন সরদারপাড়া, রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে।
এই বেহাল রাস্তা দিয়ে অটো চালানোর ফলে তাদের প্রতিনিয়ত লোকসানের মুখ দেখতে হচ্ছে। বার বার দাবি জানানোর পরও রাস্তাটি সংস্কার করা হয়নি। তাই বাধ্য হয়ে এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছে। অটো চালকদের দাবি এই বেহাল রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়া হোক।