স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : এস টি জে টি -র ফলাফল দ্রুত প্রকাশ করার দাবিতে শুক্রবার শিক্ষা ভবনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেন চাকুরীর প্রত্যাশী যুবক-যুবতীরা। তাদের অভিযোগ, ২০২২ সালে এস টি জি টি পরীক্ষা সংঘটিত হয়। এক বছর হতে চলেছে কিন্তু এখন পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি।
তাই রাজ্য সরকারের কাছে দাবি তুলে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করতে তারা বাধ্য হচ্ছে বলে জানায়। তাদের বক্তব্য এভাবে যদি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকে তাহলে তারা কি করবে ? তাই দাবি করা হচ্ছে দ্রুত ফলাফল প্রকাশ করে নিয়োগের ব্যবস্থা করার জন্য। তারা আরও জানায় এ বিষয় নিয়ে টি আর বি টি -র সাথে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছে এ বিষয়ে তারা কিছু জানেন না। তারা শুধু পরীক্ষা গ্রহণ করার দায়িত্বে রয়েছেন। বাকিটা দপ্তর দেখবে বলে তাদের বলা হয়। এবং তারা আক্ষেপের সুরে বলেন এই দপ্তরের দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী। বহুবার চেষ্টা করেও দেখা করার সুযোগ পায়নি চাকুরী প্রত্যাশী বেকাররা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের প্রশ্ন আর কত বছর কত মাস অপেক্ষা করতে হবে।