স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীজ ফেডারেশন জেকশন গেইটের উদ্যোগে শুক্রবার বনমহোৎসব পালন করা হয়। এইদিন ফেডারেশনের উদ্যোগে ৭৫ টি গাছের চারা রোপণ করা হয়। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে এই বনমহোৎসব উদযাপন করা হয়।
উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এইদিন নিজের হাতে গাছের চারা রোপণ করেন। প্রদেশ বিজেপি সভাপতি জানান দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে এইদিন কর্মচারীদের উদ্যোগে ৭৫ টি গাছের চারা রোপণ করা হয়েছে। বনমালিপুর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে এই গাছের চারা গুলি রোপণ করা হয়েছে বলে জানান তিনি।