স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে দ্য ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিও থেরাপি ত্রিপুরা শাখার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে শূন্য পদ পূরণের দাবি তুলল সরকারের কাছে। সাংবাদিক সম্মেলন সংগঠনের সাধারন সম্পাদক সৌম্য ভট্টাচার্য জানান, রাজ্যের হাসপাতাল গুলিতে প্রায় ৭০ টির মতো ফিজিও থেরাপিস্টের শূন্য পদ আছে। শূন্য থাকার পরেও ধারাবাহিক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় মানুষ পরিষেবা পাচ্ছে না।
সঠিক পরিষেবা দেওয়ার জন্য শূন্য পদ পূরণ করার জন্য দাবি জানায় সরকারের কাছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা আরো বলেন, ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিও থেরাপি দিবসকে সামনে রেখে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর সকালে সংগঠিত করা হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে ফিজিও থেরাপি শিবির করা হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন সম্প্রতি দেখা জাচ্ছে বহিঃরাজ্য থেকে কিছু ভুয়া ফিজিও থেরাপিস্ট-এর পরিচয় দিয়ে রাজ্যে কাজ করে যাচ্ছে। এতে করে সাধারন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ফিজিও থেরাপির নাম খারাপ হচ্ছে। তাই তিনি সংশ্লিষ্ট দপ্তরের নিকট উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে ফিজিও থেরাপিস্টদের নিয়ে সামাজিক মাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেই বিভ্রান্তি ছড়ানো থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান তিনি।