স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : চোর সন্দেহে যুবকের পিছনে ধাওয়া করায় ব্রিজের উপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছে এক যুবক। ঘটনা লেইক চৌমুহনী ব্রীজ সংলগ্ন এলাকায়। পরবর্তী সময়ে তাকে আহত অবস্থায় তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যাওয়ায় ব্যবস্থা করেনি স্থানীয়রা। খবর দেয় পুলিশকে। দীর্ঘ আধঘন্টা আধ মরা হয়ে পড়ে থাকে যুবক।
তারপর পুলিশ তার দুহাত বাঁধা অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায়। অবস্থা আশঙ্কা জনক। স্থানীয়দের কাছ থেকে জানা যায় তাকে চোর বলে সন্দেহ করে ধাওয়া করেছিল তারা। তারপর সে ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে লেইকের পাড়ে পড়ে যায়। কিন্তু তার পরিচয় কেউ জানতে পারেনি। সকলে জানায় সে প্রতিদিন এলাকার বাজারে যাওয়া আশা করে। কিন্তু এই ঘটনার পেছনে ক্রমশ রহস্য সৃষ্টি হচ্ছে। কারণ পেছন দিকে দুহাত বাঁধা অবস্থায় থাকায় তাকে হত্যার পরিকল্পনা উড়িয়ে দেওয়া যায় না। পুলিশ জানায় ঘটনা তদন্ত সাপেক্ষ। তবে সূত্রের খবর তাকে দুহাত বেঁধে বীজের উপর থেকে নিচে ফেলা হয়েছে। এই ধরনের ঘটনায় পেছনে কারণ থাকতে পারে সেটা এখনো ধোঁয়াশায় রয়েছে পুলিশ।