Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির জেলা ভিত্তিক কর্মশালা ও বালিকা মঞ্চের উদ্বোধন

বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির জেলা ভিত্তিক কর্মশালা ও বালিকা মঞ্চের উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : বৃহস্পতিবার মুক্তধারা অডিটরিয়ামে মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির জেলা ভিত্তিক কর্মশালা এবং বালিকা মঞ্চের শুভ উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নারীদের বিকাশের মধ্যে দিয়ে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।

এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে দেশে উন্নয়ন করার চেষ্টা করেছেন। এ সরকার শুধু নারীদের সুরক্ষা এবং শিক্ষার ক্ষেত্রেই ভাবেনি, নারীদের কিভাবে স্বাবলম্বীন করা যায় সেদিকেও গুরুত্ব দিয়েছে সরকার। এবং এর জন্য কার্যক্রম গ্রহণ করেছে সরকার। মন্ত্রী পূবর্তন সরকারের সমালোচনা করে বলেন আজ দেশের অনেকটাই উন্নয়ন হয়েছে। কিন্তু কোন এক সময় এই দেশে বহু কেলেঙ্কারি হয়েছে। কিন্তু আজ এই স্বচ্ছ ভাবমূর্তি গ্রহণ করা সরকারের অর্থমন্ত্রী একজন মহিলা এবং রাষ্ট্রপতি মহিলা রয়েছেন। এবং আজকে খেলাধুলার ক্ষেত্রেও গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের মেয়েরা এগিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী টিঙ্কু রায়। আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য