Sunday, September 8, 2024
বাড়িরাজ্যতালা ঝুলিয়ে বিক্ষোভ মথার

তালা ঝুলিয়ে বিক্ষোভ মথার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : রাজ্যের দুটি আসনে উপ নির্বাচন ঘোষণা হয়ে গেলেও ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণা হয়নি। তাই ভিলেজ কমিটির নির্বাচনের দাবি সহ অন্যান্য সমস্যার সমাধানের জন্য কিল্লা এলাকার তিপ্রা মথা কর্মীরা বুধবার কিল্লা ব্লকে তালা ঝুলিয়ে দেয়। দুপুর বারোটায় ডেপুটেশনের নামে মথার কর্মীরা ব্লকের গেইটে তালা ঝুলিয়ে দেয়।

 ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা শাসক সুমিত লোধ, মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, অতিরিক্ত মহকুমা শাসক রাজু দেব কিল্লা ব্লকে ছুটে গিয়ে কিল্লা ব্লকের বিডিও‌ ডেবিড হালামের কক্ষে বৈঠকে বসেন। মথার কর্মীদের দাবি রেগা কাজে দূর্নীতি বন্ধ করা, বর্তমান কিল্লা ব্লকের বি এ সি চেয়ারম্যান পরিবর্তন করা এবং এডিসি ভিলেজের কনভেনারদের পরিবর্তন করা। দীর্ঘক্ষণ তারা তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। দীর্ঘ তিন ঘন্টা বিক্ষোভ চলার পর প্রশাসনের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য