স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে কংগ্রেস দল। তারই অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যেও তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এই তিনদিন ব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষা গৃহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদিপ রায় বর্মণ, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান জাতীয় কংগ্রেস দেস ব্যাপী আদিবাসী গৌরব পর্ব কর্মসূচি শুরু করেছে। তারই অঙ্গ হিসাবে এইদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আদিবাসী মহাসভার আয়োজন করা হয়েছে। এই আদিবাসী মহা সভায় সকল আদিবাসী জন গোষ্ঠীর প্রতিনিধিদের সম্মাননা জানানো হবে।