স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : দীর্ঘ তিন বছর ধরে জে আর বি টি -র ফলাফল নিয়ে চলছে দপ্তরের গড়িমসি। দপ্তরের কড়া নাড়লেও কোন এক অজ্ঞাত কারণবশত চাকরি প্রত্যাশী যুবকদের জবাবদিহি হচ্ছে না অধিকর্তা। শেষ পর্যন্ত ফের জে আর বি টি অফিসে চাকরি প্রত্যাশীরা। জানতে চাইলেন কবে নাগাদ প্রকাশ করা হবে গ্রুপ সি -র মেধা তালিকা।
প্রায় তিন বছর হতে চলছে। এখনও শেষ হয় গ্রুপ-সি, গ্রুপ- ডি নিয়োগ প্রক্রিয়া। অভিযোগ বহু তালবাহানার পর বিধানসভা নির্বাচনের আগে ফল প্রকাশ করা হয়েছে। এর পর গ্রুপ- সি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের পর। গ্রুপ -ডি নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে আছে। এই অবস্থায় হতাশ চাকরি প্রত্যাশী যুবক- যুবতিরা। বুধবার ফের তারা জে আর বি টি অফিসে আসেন। জানতে চান কবে নাগাদ মেধা তালিকা প্রকাশ ও গ্রুপ ডি -র ইন্টার্ভিউ প্রক্রিয়া শুরু হবে? কিন্তু তারা আসার আগাম খবর পেয়ে ফটোকে তালা ঝুলিয়ে দেয় দপ্তরের কর্মীরা। পরে তারা মুখ্যমন্ত্রীর কাছেও করজোড়ে আবেদন জানান বুধবারের মধ্যেই যাতে মেধা তালিকা প্রকাশ করা হয়। কারণ ১০ আগস্ট দুই বিধানসভা আসনের উপ- নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাবে। তবে অন্যান্য বারের মতো এই দিনও চাকরি প্রত্যাশীরা হতাশ হয়ে বাড়ি ফিরেছে।