স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : মণিপুরের ঘটনার সমগ্র মাতৃজাতির চরম অপমান এবং মানব সভ্যতার লজ্জার প্রতিবাদে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে বুধবার এক মিছিল সংঘটিত হয়। মিছিলটি শুরু হয় রাজধানীর মুক্তধারা প্রাঙ্গণ থেকে। মিছিল শহরে বিভিন্ন পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। বিধায়ক সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। জনজাতিরা যে জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেছে।
অনুন্নয়নের ছোঁয়া সারা দেশ জুড়ে। জনজাতিরা এটা উপলব্ধি করে কংগ্রেসের ঝুকছে। জাতীয় কংগ্রেস ছাড়া আদিবাসীদের উন্নয়ন সম্ভব নয় বলে দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্যের জনজাতিরাও বুঝতে পেরেছে অনেক হয়েছে। এখন জনজাতিরা অন্যান্য দলের উপর আর কোন বিশ্বাস নেই। এবং পার্লামেন্টে পড়ে থাকা ১২৫ নং বিল নিয়ে সরকারকে সজাগ করা। সুদীপ রায় বর্মন আরো বলেন মনিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলার সময় নেই। তিনি নির্বাচনে প্রচারে ব্যস্ত। আজকে এই মিছিল থেকে সরকারকে মনে করে দেওয়া হচ্ছে যাতে মণিপুরের শান্তি ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্যরা।