স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : পুলিশের হাতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী গাঁজা আটক। গ্রেপ্তার চালক। চুরাইবাড়ি থানার ওসির তৎপরতায় উদ্ধার হয় আনুমানিক ৪০ লাখ টাকার শুকনো গাঁজা। ত্রিপুরা থেকে গাঁজা বহিঃরাজ্যে অবৈধভাবে দেদার পাচার হচ্ছে।
অভিযোগ নেশাকারবারিরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে গাঁজা পাচার করছে। তবে পাচারের সময়ে পুলিশের হাতে ধরাও পড়ছে গাঁজা। ত্রিপুরা সীমান্ত অতিক্রম কখনও নেশাকারবারিরা করে ফেললেও আসাম সীমান্তে পুলিসের হাতে ধরা পড়ছে। এবার চুরাইবাড়ি থানার পুলিসের হাতে আটক বিপুল পরিমাণ গাঁজা। উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার দায়িত্বে নতুন ওসি এসেছেন মাত্র দুই দিন আগেই। জানা গেছে, চুরাইবাড়ি থানার ওসির কাছে গোপন খবর আসে একটি লরি করে শুকনো গাঁজা বহিঃরাজ্যে পাচার হবে।সেই খবরের উপর ভিত্তিতে সোমবার সকাল থেকে স্হানীয় থানার সামনের আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশিতে বসে পুলিস। বেলা আনুমানিক সাড়ে বারোটা নাগাদ একটি বারো চাকার লরি নাকা পয়েন্টে এলে পুলিস লরিটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে কেভিনের ভেতরের গোপন কক্ষ থেকে ৪৩ প্যাকেটে ২৯৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। সাথে আটক করা হয় লরি চালক রাধেশ্যাম দুবেকে।
তার বাড়ি বহিঃ রাজ্যে। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। তিনি জানান উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য চল্লিশ লক্ষ টাকা। উদ্ধারকৃত গাঁজা গুলি আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। মঙ্গলবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।