Thursday, January 16, 2025
বাড়িরাজ্যভগবানের হাত ধরে দু হাজারের অধিক ভোটার বিজেপি -তে

ভগবানের হাত ধরে দু হাজারের অধিক ভোটার বিজেপি -তে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট :   সোমবার কুমারঘাট বাজারে ভারতীয় জনতা পার্টির পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় ৬৩০ পরিবারের ২১০৯ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে গেরুয়া পতাকার নিচে সামিল হন। নবাগতদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিধায়ক ভগবান দাস।

দলত্যাগীদের মধ্যে সিপিআইএম অঞ্চল কমিটির সদস্য থেকে শুরু করে কংগ্রেসের জেলা এবং ব্লক স্তরের নেতৃত্ব রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক ভগবান দাস। এলাকার বিধায়ক ভগবান দাস বলেন, ৯ টি গ্রাম পঞ্চায়েত এবং চারটি এডিসি ভিলেজ সহ শহর থেকে ২১০৯ ভোটার বিজেপিতে যোগদান করেছে। তাদের মধ্যে অনেকেই রয়েছেন কংগ্রেস এবং সিপিআইএমের নেতৃত্ব। তিনি আরো বলেন, কংগ্রেস এবং সিপিআইএম মিলিজুলি একটি দুই নাম্বারি বাজার খুলে রেখেছিল। এর থেকে বের হয়ে এসেছে ভোটাররা। তাই তাদের শুভেচ্ছা জানান ভগবান দাস। তিনি আরো বলেন আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসন নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য