Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যকয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন স্মার্ট সিটি

কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন স্মার্ট সিটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : রবিবার ছুটির দিনে কয়েক ঘন্টার বৃষ্টিতে তিলোত্তমা শহর আগরতলা আবারো জলে থৈ থৈ। শহরের শকুন্তলা রোড, রবীন্দ্র ভবন, পূর্ব থানা এলাকা, প্যারাডাইস চৌমুহনী, গণরাজ চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী এবং আইজিএম হাসপাতাল ও সিটি সেন্টার চত্বর সহ বিভিন্ন এলাকায় জল মগ্ন হয়ে পড়ে। এক প্রকার ভাবে শহরে প্রধান সড়ক গুলি জলের নিচে চলে যায়।

 মাঝ রাস্তায় আটকে পড়ে পথচারীরা। নষ্ট হয়ে যায় যানবাহন। বাইক স্কুটার এবং গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে দুর্ভোগে পড়ে অনেকেই। গোটা শহরে জল ক্ষণে ক্ষণে জমে যাওয়ায় শহরের সৃষ্টি হয় ট্রাফিক জ্যাম। এবং শহরে আশেপাশে থাকা দোকানপাটে প্রবেশ করে এই জল। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নগর উন্নয়ন দপ্তর এবং আগরতলা পুর নিগম মিলিজুলি জলের পাম্প মেশিন বসানোর পরেও এই জলের সমস্যা সমাধান করতে পারেনি। কিন্তু বর্তমান পুর নিগম প্রতিষ্ঠিত হওয়ার সময় বড় প্রতিশ্রুতি ছিল শহরবাসীকে বন্যা থেকে মুক্ত করবে। কিন্তু পুর নিগম প্রতিষ্ঠা হওয়ার কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেল এখন পর্যন্ত শহরবাসী দুর্ভোগ মুছতে পারেনি বিজেপি পরিচালিত পুর নিগম। এর পেছনে মূলত একটাই কারণ শহরের নিকাশি ব্যবস্থা মুখ থুবড়ে পড়া এবং সঠিক সময়ের মতো ড্রেনগুলি পরিষ্কার করা হয় না। উপরন্ত প্লাস্টিক এত পরিমাণে ব্যবহার হচ্ছে যে নিকাশি ব্যবস্থার উপরও প্রভাব ফেলতে শুরু করেছে। যার ফলে কভার ড্রেন থাকার পরেও নিগমের প্রতিশ্রুতি অশ্বডিম্ব ছাড়া আর কিছু। সবচেয়ে সমস্যায় পড়ে শহরের রাস্তার পাশে থাকা বাড়িঘরের মানুষ। ড্রেনের জল ঘরে প্রবেশ করতে শুরু হয় এদিন। ফলে রাস্তার পাশে বসবাসরত কর্মচারীদের ছুটির দিনে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগটা কেড়ে নেওয়া হয়েছে বলা চলে।

শহরবাসীর এই দুর্ভোগ কবে নাগাদ মিটবে সেটা জানা নেই। ভোট আসলে শুধু প্রতিশ্রুতি বন্যায় বসে। আর ভোট চলে গেলে বৃষ্টির জলে বন্যায় জুবুথুবু শহরবাসী। জলের পাম্প মেশিন পরিচালনার দায়িত্বে থাকা কর্মীরা জানান জল জমার দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে জল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিন জল জমার কয়েক ঘন্টার মধ্যেই হাওড়া খাল দিয়ে জল যাওয়ার ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে জল কমার ফলে শহরবাসী দুর্ভোগ কমে। এদিকে সন্ধ্যার নাগাদ আগরতলা শহর পরিদর্শনে বের হয় মেয়র দীপক মজুমদার। তিনি শহরে বিভিন্ন এলাকা পরিদর্শন করে দাবি করেন নিকাশি ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে শহরে। নিগম এবং সরকার কাঁধে কাঁধ মিলিয়ে শহরে পরিষেবা আরো উন্নত করতে চাইছে। ড্রেনগুলি পরিষ্কার রাখা হচ্ছে। যার ফলে রবিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টির ফলেও কোথাও এক ঘণ্টার বেশি জল জমে নি। এবং কোন বাড়ির ঘরে পর্যন্ত জল প্রবেশ করে নি বলে দাবি করেন মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য