স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক এক মহিলা। ধৃত মহিলার নাম লক্ষ্মীরানি দেবনাথ। বারি রাজধানীর গোলবাজার এলাকায়। জানা যায় গোপন সাংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ চাকমাঘাট এলাকা থেকে আটক করে এই মহিলাকে।
তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ চাকমা ঘাট এলাকায় উৎ পেতে বসে। পড়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগারের কৌটা সহ ঐ মহিলাকে আটক করে। ধৃত মহিলার কাছ থেকে আনুমানিক ২৫,০০০ টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ধৃত মহিলার কাছ থেকে ৭৩ টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার হয়। ধৃত মহিলা স্বীকার করেছে আগরতলা থেকে তিনি ব্রাউন সুগারের কৌটা গুলি নিয়ে গিয়েছেন চাকমাঘাট এলাকার স্থানিয় যুবকদের কাছে বিক্রয় করার উদ্দেশ্যে।