Sunday, February 16, 2025
বাড়িরাজ্যসংক্রমণ রুখতে জারি হল নয়া নির্দেশিকা

সংক্রমণ রুখতে জারি হল নয়া নির্দেশিকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সংক্রমণ রুখতে নৈশ কারফিউ ৯ টার পরিবর্তে ৮ টা থেকে করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি থেকে নৈশ কারফিউ রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে। রাজ্য জুড়ে বুধবার নয়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে। সংক্রমণ রুখতে এ নির্দেশিকা আগামী ১০ দিন বলবৎ থাকবে।

 নির্দেশিকা বলা হয়েছে খোলা জায়গায় কোন রকম জনসভার অনুমতি নেই। সিনেমা হল, মাল্টিপ্লেক্স, বিনোদন পার্ক, পিকনিক স্পট, সুইমিং পুল বন্ধ থাকবে। জিমনাস্টিক, ক্রীড়া কমপ্লেক্স এবং স্টুডিও ইত্যাদি ক্ষেত্রে অনুমতি থাকলেও কেবল তিনভাগের একভাগ মানুষ নিয়ে করা যাবে। বিউটি পার্লার, নাপিতের দোকান সহ সমস্ত স্বতন্ত্র দোকানে বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে। দোকানের মালিক এবং গ্রাহকদের মধ্যে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধান করতে হবে। বাজার কমিটি গুলিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এবং এর জন্য স্বেচ্ছাসেবকদের নিয়োজিত করা।

 রেস্তোরাঁ এবং ধাবার ক্ষমতার মাত্রা ৫০ শতাংশ দিয়ে শুধুমাত্র রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে। এবং কোন মেলা ও প্রদর্শনী আয়োজন করা যাবে না। হরিনাম সংকীর্তন সহ কোন ধর্মীয় সমাবেশের অনুমতি নেই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যক্তিগত বৈঠক করা যাবে। এ নির্দেশিকা সারা রাজ্যের জন্য বলবৎ থাকবে। তবে আগরতলা পুরনিগম এলাকায় সংক্রমণের হার যেহেতু অতিরিক্ত, তাই নিগম এলাকায় ৫০ শতাংশ কর্মী দিয়ে সরকারি অফিসের কাজ পরিচালনা করতে হবে। তবে আন্ডার সেক্রেটারি এবং তদূর্ধ্বে পর্যায়ের সমস্ত কর্মীকে যথারীতি অফিসে উপস্থিত থাকতে হবে। অফলাইনে কোন রকম অনুষ্ঠান করা যাবে না। বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে ১০০ জনের অনুমতি দেওয়া হবে। বৈধ আমন্ত্রণপত্র নিয়ে বিবাহ অনুষ্ঠান থেকে ফিরে আসা নিরাপত্তা কর্মীদের প্রমাণস্বরূপ দেখিয়ে কারফিউ থেকে অব্যাহতি পাবে। শেষকৃত্যের ক্ষেত্রে ২০ জনের অধিক অনুমতি দেওয়া হবে না। সংক্রমণ রুখতে এ নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্য সচিব কুমার অলক। এবং নির্দেশিকায় বলা হয়েছে যারা করোনা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে দেওয়া হবে আইনি পদক্ষেপ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য