Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল

আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল



নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : ‌করোনার বাড়বাড়ন্তের জেরে আন্তর্জাতিক যাত্রী বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হল। বুধবার ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-র তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বিমান পরিষেবা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে এয়ার বাবল চুক্তিতে দু’‌টি দেশ তাদের এলাকার মধ্যে বিশেষ আন্তর্জাতিক বিমান পরিচালনা করতে পারবে। এই নিষেধাজ্ঞা কার্গো অপারেশনের ওপর প্রভাব ফেলবে না।

ডিজিসিএ-র নির্দেশিকায় বলা হয়েছে, ৩১ জানুয়ারির বদলে আন্তর্জাতিক উড়ানে স্থগিতাদেশ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হবে। প্রথমে, এ বছর ১ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

করোনা মহামারী শুরু হওয়ার পরে কুড়ি সালের মার্চ থেকেই আন্তর্জাতিক উড়ানে বিধিনিষেধ জারি হয়। দেশে করোনা গ্রাফ কিছুটা কমে যাওয়ার পরে উড়ান চালু হলেও তাতে নানা নিয়ম বেঁধে দেয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ওমিক্রনের হানায় আবারও করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী দেশে। সম্প্রতি ইতালি থেকে দু’দফায় ওমিক্রনের সংক্রমণ নিয়ে কয়েকশো যাত্রী ফিরেছেন দেশে। অন্যান্য দেশ থেকেও কোভিড সংক্রমণ নিয়ে দেশে ফিরছেন আন্তর্জাতিক যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই আন্তর্জাতিক যাত্রীদের জন্য বিমানবন্দরে কোভিড টেস্ট ও আইসোলেশনের নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ওমিক্রন নিয়ে উদ্বেগের কারণে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ান চালু না করার সিদ্ধান্ত নেয়। এখন এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য