স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : তিন মাস ধরে সামাজিক ভাতা না পেয়ে প্রতিবাদে শত শত বৃদ্ধ বৃদ্ধাকে রাস্তায় এসে বসতে হয়েছে। শুক্রবার হাজামারায় মূল সড়ক অবরোধ করে প্রতিবাদে শামিল হয় তারা। তাদের অভিযোগ দীর্ঘ তিন মাস ধরে সামাজিক ভাতা মিলছে না তাদের।
সামাজিক ভাতা বন্ধ থাকায় ওষুধ পত্র সহ খাবার পর্যন্ত তাদের জোটছে না। কেউ কেউ চোখ দিয়ে জল ফেলে বলেন কেন তাদের এই দিন দেখতে হচ্ছে। যাই হোক পরবর্তী সময় সিডিপিও -র কাছে ডেপুটেশন প্রদান করেন তাদের একটি প্রতিনিধি দল। সিডিপিও আশ্বস্ত করেছেন পোর্টালে সমস্যা থাকায় তাদের ভাতা প্রদানে সমস্যা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেই সমস্যার সমাধান হবে। যথারীতি আগের বকেয়া টাকা সহ পুরো অর্থরাশি তাদের একাউন্টে ঢুকে যাবে। এই আশ্বাস পেয়ে হাসিমুখে বাড়ি ফিরে পথ অবরোধকারীরা। তাদের মধ্যে স্বস্তি আসে ভাতা অবিলম্বে পাবে তারা। দীর্ঘক্ষন পথ অবরোধের ফলে আটকে পড়ে যান চলাচল।