স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : তিন থেকে চার মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছে বিশালগড় লক্ষ্মীবিল এলাকার ৬৫ টি পরিবার। দিশেহারা পরিবার গুলি এখন সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের কুম্ভ-নিদ্রা ভাঙতে প্রতিবাদের পর প্রতিবাদ জারি রেখেছে। বৃহস্পতিবার পথ অবরোধের পর শুক্রবার আবারও সকাল থেকে বিশালগড় বাইপাস এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।
অভিযোগ, বিশালগড় মধ্য লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ গত তিন থেকে চার মাস ধরে জল পাচ্ছে না। তাদের অভিযোগ বার বার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো সত্বেও কেউই তাদের কথায় কর্ণপাত করছে না। আয়রনযুক্ত অযোগ্য জল পান করে এলাকার এক শিশু অসুস্থ। পরে আর কোনও উপায় না পেয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবারের পর শুক্রবারও বিশালগড় বাইপাস সড়ক অবরোধ করে বসে তারা। তারা জানান এলাকায় সরকারি পাম্প বসানো হয় গত কয়েকদিন আগে।
সে সময় কাজের জন্য নিয়ে আসা ডজার দ্বারা তাদের সেলুর লাইন কাটা পড়ে। তারপর আজ সেলুর লাইন সংস্কার করে দেওয়া হয়নি। এলাকাবাসী সাপ্লাই -র জল খেয়ে আয়রনের জন্য পেটের সমস্যায় ভুগছে। বৃহস্পতিবার প্রতিবাদে পথ অবরোধ করলে একটি জলের ট্যাঙ্ক পাঠায় এলাকায়। কিন্তু এলাকার ৬৫ পরিবার এ একটি ট্যাঙ্ক জল দিয়ে সমস্যার সমাধান করতে পারছে না। তাই তারা পুনরায় অবরোধে বসতে বাধ্য হয়েছে বলে জানান এদিন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় বিজেপি মন্ডলের ভারপ্রাপ্ত সভাপতি তপন দাস সহ স্থানীয় শাসক দলের নেতৃত্ব ও বিশালগড় ট্রাফিক ইউনিটের সদস্যরা। অতি দ্রুত জলের সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিলে সড়ক অবরোধ মুক্ত হয়। পরবর্তী সময় এলাকায় গিয়ে বিষয়টি চাক্ষুষ করেন প্রশাসনিক আধিকারিকরা।