Monday, May 26, 2025
বাড়িরাজ্যআগরতলা পুর নিগমের বাজেট পেশ করলেন মেয়র

আগরতলা পুর নিগমের বাজেট পেশ করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : শুক্রবার আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ে ২০২৩-২৪ -এর পূর্ণাঙ্গ ব্যয় বরাদ্দের প্রস্তাব আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পেশ করেন। যার অর্থ রাশির পরিমাণ ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি ব্যয় ৫৫ লক্ষ বাইশ হাজার টাকা। বাজেট পেশের পর মেয়র দীপক মজুমদার জানান আগরতলা শহরের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং সব ধরনের মৌলিক চাহিদা সামনে রেখে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ২০২৩-২৪ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে এই দিন। সার্বিক উন্নয়নের জন্য ৩৯৭ কোটি টাকা ধরা হয়েছে।

 এরমধ্যে ৫৫ লক্ষ্য ২২ হাজার টাকা ঘাটতি রয়েছে। এবং এই ঘাটতি মেটাতে বিভিন্নভাবে কর বাড়িয়ে মেটানোর চেষ্টা করা হবে। ২০২১-২২ সালে বাজেটে আয় ধরা হয়েছিল ২৪৪ কোটি ৭৭ লক্ষ ৬৮ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ধরা হয়েছিল ৩৬৬ কোটি ৪০ লক্ষ ৮৯ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় ধরা হয়েছে ৩৯৬ কোটি ৪৪ লক্ষ ৭৮ হাজার টাকা। সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে এ বছর ৫৫ লক্ষ টাকা ঘাটতি রয়েছে। তবে বিগত অর্থবছর থেকে আয় এ বছর বেড়েছে। আগামী ১০ আগস্ট এ বাজেট কর্পোরেটরদের উপস্থিতিতে গ্রহণ করা হবে। যারা স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন বা শহীদ হয়েছেন এর মধ্যে যাদের পরিবার আগরতলা শহরে বসবাস করে তাদের জন্য ১০ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছে। এই বাজেটে আগরতলা পুর নিগম দ্বারা “মেরি মিট্টি মেরে দেশ” প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান হবে আগামী ১৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত। ১৪ আগস্ট আগরতলা এলবার্ট ক্লাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনী তুলে ধরা হবে। সমস্ত ওয়ার্ডে এই সংকল্প নেওয়া হবে। সমস্ত ওয়ার্ডে পতাকা উত্তোলন করা হবে এবং জলাশয় বা তৎসন্নিহিত স্থান ওয়ার্ড অফিসের থেকে মাটি সংগ্রহ করতে হবে। এলবার্ট এক্কা পার্কে এই আগরতলা পুর নিগমের মূল অনুষ্ঠানের আয়োজন হবে। মুক্তিযোদ্ধা, প্রতিরক্ষা কর্মী, রাজ্য পুলিশের কর্মরত বা যারা শহীদ হয়েছেন তাদের পরিবার বর্গদের সম্মান প্রদান করা হবে। অ্যালবার্ট একটা এলাকায় ‘বসুধা বন্দন’ -এ ৭৫ টি বৃক্ষরোপণ করা হবে। যা বনদপ্তর দ্বারা বিতরণ হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!