Saturday, January 25, 2025
বাড়িরাজ্যত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অচলাবস্তা দূর হতে চলেছে

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অচলাবস্তা দূর হতে চলেছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : উচ্চ আদালতের হস্তক্ষেপে অবশেষে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের আচলাবস্তা দূর হতে চলেছে। গত কয়েকদিন বহু কাদা ছোড়াছুড়ির পর দুই গোষ্ঠীর যায় উচ্চ আদালতে। কারণ সম্প্রতি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের দুই গোষ্ঠীর লড়াই চরম আকারে পৌছায়। টিসিএ অফিসে তালা ঝুলানো থেকে শুরু করে সদর মহকুমা প্রশাসনের নির্দেশে তালা ভাঙ্গা, আবার টিসিএ অফিসে গিয়ে দুষ্কৃতিদের দ্বারা আক্রান্ত হতে হয় টিসিএ-র সহসভাপতিকে। গত কিছুদিনে বহু জল ঘোলা হয়।

 ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে দেখা দেয় অচলাবস্তা। থমকে যায় ক্রিকেট খেলা। অবশেষে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অচলাবস্তা কাটাতে টিসিএ-র দুই আজীবন সদস্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়। সোমবার মামলাটি উঠে উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের এজলাসে। বিচারপতি অরিন্দম লোধ সেই দিন টিসিএ-র সকল অফিস বিয়ারারদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বুধবার সশরীরে উচ্চ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন। সেই মোতাবেক বুধবার উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের চেম্বারে আংশিক আলোচনা হয়। আলোচনার জন্য বৃহস্পতিবার পুনঃরায় দিন ধার্য করা হয়।

 সেই মোতাবেক এইদিন দুপুরে পুনঃরায় উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের চেম্বারে হয় আলোচনা। আলোচনা থেকে বের হয় সমস্যার সমাধান সুত্র। আপাতত দুই গোষ্ঠী পুনঃরায় এক হয়ে কাজ করার জন্য সহমত হয়। এইদিন আলোচনা শেষে উচ্চ আদালত থেকে বেরিয়ে এসে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ জানান এইদিন বিচারপতি অরিন্দম লোধ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। বিচারপতি জানিয়েছেন তিনি একটি অর্ডার দেবেন। সেই অর্ডার বের হলে বিস্তারিত বলা যাবে। সেই অর্ডারে সমাধান সুত্র উল্লেখ থাকবে। তবে উভয় পক্ষ আবার এক সাথে কাজ করতে পারবে বলে আসা ব্যক্ত করেন তিনি।অপরদিকে টিসিএ-র সচিব তাপস ঘোষ জানান উচ্চ আদালতের অর্ডার বের হওয়ার পরেই বিস্তারিত জানা যাবে। তবে বিচারপতি উভয়পক্ষকে এক সাথে কাজ করার পরামর্শ দিয়েছেন। অবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অচলাবস্তা দূর হতে চলেছে। উভয় গোষ্ঠী আপাতত পুনঃরায় একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের দুই গোষ্ঠী কতদিন এক হয়ে কাজ করতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য