স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : দুর্জয়নগর বিদ্যুৎ সাব ডিভিশনের খামখেয়ালিপনায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এক অসহায় মহিলার গবাদি পশু।ঘটনার বিবরণে জানা যায় নবগ্রাম চৌমুনীতে একটি বিদ্যুতের খুটি প্রায় সময় শর্ট সার্কিট হয়ে থাকে এমনকি বৃষ্টির দিনে এই খুঁটির নিচে জল জমে শর্ট সার্কিট হয়। এই বিষয়টি একাধিকবার স্থানীয়রা দূর্জয়নগর বিদ্যুৎ সাব ডিভিশনে জানানো হলেও কোনো ব্যাবস্থা গ্রহণ করা হয় নি।
কিন্তু বৃহস্পতিবার বিকেলে চারটা নাগাদ এই বিদ্যুৎ সংস্পর্শে এসে খুঁটির নিচে মৃত্যু হল অবলা প্রাণীর। এলাকার এক যুবক জানায় গরুটি ছটফট করতে দেখে সাথে সাথে এলাকায় বিদ্যুৎ শাটডাউন এর জন্য অফিসে ফোন করা হয়। শাটডাউন করা হলেও গরুটিকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু গরুটি মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েছে গরুর মালিক। এই গরুটি দিয়ে দুধ বিক্রি করে সংসার পরিচালনা করতেন এই অসহায় মহিলা। কিন্তু নিগমের চরম গাফিলতি কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে দাবি করে স্থানীয়রা।