Sunday, January 26, 2025
বাড়িরাজ্যজলের দাবিতে সড়ক অবরোধ প্রমিলা বাহিনীর

জলের দাবিতে সড়ক অবরোধ প্রমিলা বাহিনীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে পানীয় জলের দাবিতে খালি কলসি নিয়ে সড়ক অবরোধ প্রমিলা বাহিনীর। অভিযোগ তিন মাস ধরে পানীয় জলের তীব্র সংকট বিশালগড় নবীন নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় মহকুমার নবীনগর এলাকার বাসিন্দারা দীর্ঘ তিন মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে।

এলাকায় নতুন জলের পাম্প মেশিন বসানো হচ্ছে। সেই পাম্প মেশিন বসানোর আগেই পুরানো পাম্প মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তিন মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে এলাকার লোকজন। পানীয় জলের সমস্যার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পরও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বাধ্য হয়ে এলাকার প্রমিলা বাহিনীর বৃহস্পতিবার খালি কলসি হাতে নিয়ে বিশালগড়-ঢাকাবাড়ি সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধকারীরা জানান, নতুন করে জলের লাইন দেওয়া হবে বলে পুরনো লাইন কাটা হয়েছিল। পরবর্তী সময় নতুন করে জলের লাইন দেওয়া হয়নি। এবং পুরনো লাইনটিও সংস্কার করা হয়নি। তিন মাস ধরে পানীয় জল মিলছে না তাদের। একদিন গাড়িতে করে এলাকায় জল সরবরাহ করা হয়েছিল। তারপর থেকে আর এলাকায় জল সরবরাহ করা হয়নি। পঞ্চায়েতকে জানানো হলে বিষয়টি গুরুত্ব দেয়নি। তাই তারা সড়ক অবরোধে সামিল হয়েছেন। তাদের দাবি নতুন পাম্প মেশিন চালু না হওয়া পর্যন্ত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হোক। এখন দেখা এলাকা ৩০ থেকে ৩৫টি পরিবারের কথা মাথায় রেখে পানীয় জলের ব্যবস্থা করা হয় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য