স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : বুধবার রাজধানীর কুঞ্জবন স্থিত স্টেট গেস্ট হাউস ত্রিপুরা সহ ভারতের সাতটি রাজ্যের ই.এম.আর.এস.এস -এর অধ্যক্ষ এবং শিক্ষকদের একটি কর্মশালা প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী জানান, আগামী দিনে স্কুল গুলি কিভাবে পরিচালনা হবে সে বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ছেলেমেয়েদের আরো কিভাবে গুণগত শিক্ষা দেওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা হবে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় এই প্রশিক্ষণ শিবির করার জন্য প্রাধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।