স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মহিলাদের হাতে মার খেলেন এক ব্যক্তি। ঘটনা উদয়পুর পালপাড়া এলাকায়।অভিযুক্তের নাম মিঠু ভৌমিক। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনার বিবরণে জানা যায়, মাতাবাড়ি পাল পাড়া এলাকায় মিঠু ভৌমিক এদিন বিকেল বেলা এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে।
খবরটি এলাকায় জানাজানি হতেই মহিলারা ঐক্যবদ্ধ হয়ে তাকে উত্তম মধ্যম দিয়ে খবর দিয়ে পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে তাকে তুলে দেওয়া হয়। নির্যাতনের শিকার হওয়া ছাত্রী জানায়, শনিবার দিন ভোরবেলা ছাত্রী যখন ঘর থেকে বের হয়েছিল তখন তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। তারপর বিষয়টি এলাকাবাসীকে অবগত করে বলে জানান এই ছাত্রী। এদিকে এলাকার মহিলাদের অভিযোগ অভিযুক্ত ব্যক্তি আগে বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংঘটিত করেছে। তার বিরুদ্ধে আইনি শাস্তির দাবী জানায় মহিলারা। না হলে এ ধরনের কর্মকাণ্ড তার বাড়ছে। এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।