Friday, April 19, 2024
বাড়িরাজ্যটিকাকরণের বিশেষ ক্যাম্প পরিদর্শনে গেলেন শিক্ষামন্ত্রী

টিকাকরণের বিশেষ ক্যাম্প পরিদর্শনে গেলেন শিক্ষামন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : রাজ্যেও ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরনের বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। বুধবার এই টিকাকরন কর্মসূচী সরজমিণে ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ২ লক্ষ ১৩ হাজার। তার মধ্যে ৯০ হাজার ২৫১ জনকে ইতিমধ্যে টিকা প্রদান করা হয়েছে।

 ২ লক্ষ ১৩ হাজার টিকাকরণের লক্ষ্যমাত্রা দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সরকার ১৯ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী পর্যন্ত বিশেষ টিকা করন কর্মসূচী হাতে নিয়েছে। মোট ৭৩৪ টি স্কুলে বুধবার থেকে এই বিশেষ টিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে। এইদিন রাজধানীর মহারানী তুলসিবতী বালিকা বিদ্যালয়েও এই বিশেষ টিকা করন কর্মসূচী হয়। টিকা করন কর্মসূচী ঘুরে দেখার পর মন্ত্রী রতন লাল নাথ জানান বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে করোনা সমগ্র দেশে ছড়িয়ে পড়ছে। তার থেকে ত্রিপুরাও বাদ যায় নি। কিন্তু ত্রিপুরা রাজ্যে আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে। যার ফলে করোনা আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যুর হার কম। তার প্রধান কারন টিকাকরন। দেশের মধ্যে সবচেয়ে বেশি টিকাকরন হয়েছে রাজ্যে। তার জন্য কেন্দ্রীয় সরকার প্রশংসাও করেছে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা করনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ২ লক্ষ ১৩ হাজার। তার মধ্যে ৯০ হাজার ২৫১ জনকে ইতিমধ্যে টিকা প্রদান করা হয়েছে। তারপরেও স্বাস্থ্য দপ্তর ১৯, ২০ ও ২১ জানুয়ারি বিদ্যালয়ে বিদ্যালয়ে বিশেষ টিকা করন কর্মসূচী শুরু করেছে। জেলা ভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী রতন লাল নাথ জানান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন জেলার দায়িত্বে রয়েছেন। তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে টিকাকরন কর্মসূচী ঘুরে দেখবেন। মুখ্যমন্ত্রীও পশ্চিম জেলার বেশ কয়েকটা বিদ্যালয়ে যাবেন। মন্ত্রী রতন লাল নাথ জানান যে বিদ্যালয় প্রথম ১০০ শতাংশ টিকা করন সম্পন্ন করতে পারবে, সেই বিদ্যালয়কে স্বাস্থ্য দপ্তর থেকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি যে জেলা প্রথম ১০০ শতাংশ টিকা করন সম্পন্ন করতে পারবে সেই জেলাকে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে একটা এওয়ার্ড প্রদান করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য