Sunday, October 1, 2023
বাড়িরাজ্যছেলের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানালেন পিতা

ছেলের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানালেন পিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : দুরারোগ্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের কিশোর। ছেলের চিকিৎসার খরচ বহন করতে গাড়ি-ফ্যাক্টরি বিক্রি করে সর্বস্বান্ত পিতা। শেষ সময় অসহায় সেই পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে এসে ছেলের চিকিৎসার সুযোগ পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পিতা। চড়িলাম বাজার সংলগ্ন এলাকার এক ১২ বছরের ছেলে দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। ১৬ মাস বয়স থেকেই ছেলের চিকিৎসায় নিজের গাড়ি ফ্যাক্টরি বিক্রি করে আজ প্রায় সর্বশান্ত পিতা।

এই এলাকা থেকে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তৎকালীন সময়ে স্থানীয় নেতাদের অনেক অনুরোধ করেছিলেন এই অসহায় পিতা, একটি বারের জন্য উপমুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য। কিন্তু তা হয়নি। বর্তমানে নিজের সবকিছু বিক্রি করে সর্বস্বান্ত পিতা আত্মীয় পরিজনদের সহযোগিতায় ছেলের চিকিৎসা এবং তৎসঙ্গে সংসার প্রতিপালন করছেন । এর মধ্যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ সূচক সাধারণ মানুষের সাথে সাক্ষাৎকার প্রকল্পের কথা শুনেন। আর সে কথা শুনে তড়িঘড়ি ছুটে যান মুখ্যমন্ত্রীর দরবারে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মনোযোগ সহকারে অসহায় এই পিতার করুন কাহিনীর কথা শুনেন।

 তারপর কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার নিজে গ্রহণ করেন। আমেরিকার এক প্রখ্যাত চিকিৎসকের পরামর্শ নেবার সুবন্দোবস্ত করে দেন। এর পাশাপাশি কেন্দ্র সরকারের থ্যালাসেমিয়া রোগীদের বিশেষ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতাও পৌঁছে দেন মুখ্যমন্ত্রী। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য