Saturday, September 30, 2023
বাড়িরাজ্যজনগণের দাবি নিয়ে ময়দানে নামবে রিপাবলিকান পার্টি

জনগণের দাবি নিয়ে ময়দানে নামবে রিপাবলিকান পার্টি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : আগামী কয়েকদিনের মধ্যে রিপাবলিকান পার্টি জাতি- জনজাতিদের বিভিন্ন দাবি ও অধিকার আদায়ের জন্য ব্লক স্তর থেকে জেলাস্তরে সোচ্চার হবে। প্রয়োজনে জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের জন্য দাবি সনদ তুলে দেবে। রবিবার দুপুরে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সভাপতি সত্যজিৎ দাস।

তিনি আরো বলেন, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের মত সুনামধন্য সংস্থায় যেসব অনভিপ্রেত ঘটনা ঘটছে তার নিন্দা জানায় রিপাবলিকান পার্টি। এবং খেলোয়াড়দের ভবিষ্যতের কথা মাথায় রেখে এইসব অচলাবস্থা সমাধানের জন্য রাজ্য কমিটি বি সি সি আই – এর দৃষ্টি আকর্ষন করবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি অনন্ত দেববর্মা, সাধারণ সম্পাদক জিতেন দেববর্মা এবং যুব কনভেনর অমিত দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য