Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবিএসএফ -এর হুমকির প্রতিবাদে সড়ক অবরোধ

বিএসএফ -এর হুমকির প্রতিবাদে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : বিএসএফ জওয়ানদের হুমকির মুখে পড়তে হল কৈলাশহর মহকুমার বোলাপাশা এলাকার মহিলাদের। এর প্রতিবাদে রাস্তা অবরোধে নামে স্থানীয়রা। প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেয় তারা। এলাকাবাসীর বক্তব্য, মঙ্গলবার রাতে কৈলাশহর মহকুমার বোলা পাশা এলাকায় দুই নম্বর ওয়ার্ডে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশি চোরের দল হানা দেয় এপারে।

বাংলাদেশি চোরেরা নিয়ে যায় গরু বাইসাইকেল সহ প্রায় ৫০ হাজার টাকার সামগ্রী। স্থানীয়রা সীমান্তে বিএসএফের জোয়ানদের টহলদারি নিয়ে প্রশ্ন তোলেন। স্থানীয়দের অভিযোগ জওয়ানদের কর্তব্যে গাফিলতির কারণেই এ ধরনের ঘটনা। বৃহস্পতিবার সকালে সীমান্তে কাঁটাতারের বেড়ার সামনে গিয়ে স্থানীয়রা দেখতে পায় কাঁটাতারের বেড়া র বেশ কিছু অংশ কাটা রয়েছে। তখনই তারা কর্তব্যরত বি এস এফ জওয়ানদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেন। বিএসএফ জোয়ানরা সেই সময়ে জোড়া তালি দিয়ে কেটে রাখা কাঁটাতারের বেড়া মেরামতির কাজ চালিয়ে যান। স্থানীয়দের সঙ্গে তখন বিএসএফের জোয়ানদের কিছুটা বাকবিতণ্ডা হয়। বিএসএফের জোয়ানরা নাকি মহিলাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর সড়ক অবরোধে বসে তারা। দীর্ঘ সময় এই অবরোধ চলতে থাকলেও প্রশাসনিক আধিকারিক কেউ আসে নি এলাকায়। বর্তমানে এলাকায় টান টান উত্তেজনা সৃষ্টি হয়ে আছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য