স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : রাজ্যের শিক্ষা পরিষেবা নিয়ে আঙ্গুল তুলল বামপন্থী ছাত্র সংগঠন টি এস ইউ। বৃহস্পতিবার ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনে টি এস ইউ -র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা অভিযোগ করেছেন এডিসি এলাকার পাশাপাশি গোটা রাজ্যে শিক্ষা পরিষেবা ভেঙে পড়েছে।
বেহাল হয়ে পড়েছে এই রাজ্যের শিক্ষা পরিষেবা। বিভিন্ন এলাকায় স্কুলগুলোতে একজন করে শিক্ষক রয়েছেন। যার কারণে ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুলগুলো। রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে না আসলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেন তিনি।