স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : হিংসাদীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে দেশ। এরই মধ্যে মনিপুরের অশান্তির ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার তিপরা উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
মথার মহিলা সংগঠনের নেতৃত্ব মণিপুরের হিংসাত্মক ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। ভারত সরকার ও মণিপুর সরকারের উদ্দেশ্যে দাবি জানায় অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে। তারাই এদিন দাবি করেন কেন্দ্র এবং মনিপুর রাজ্যে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার থাকার পরেও এই ধরনের ঘটনা গত তিন মাসে বন্ধ করতে না পারা এক প্রকার ভাবে ব্যর্থতা সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এতদিন ধরে চুপ থাকার পেছনে মূলত কি রহস্য রয়েছে সেটা প্রশ্ন তুলে তারা। এবং বলেন তাদের সরকার পরিচালনা করার কোন যোগ্যতা নেই। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানায়। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী নন্দিতা রিয়াং সহ অন্যান্যরা।