Monday, October 2, 2023
বাড়িরাজ্যজনসংযোগ কর্মসূচি হিসেবে মানুষের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

জনসংযোগ কর্মসূচি হিসেবে মানুষের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই : বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণের কথা শুনতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন। বুধবার মুখ্যমন্ত্রী সমীপেষু’র ১৪ তম পর্বে ছিল। বিভিন্ন মানুষ তাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন এদিন। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ মূলত চিকিৎসা, আর্থিক সহায়তা, শিক্ষা সহ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আলাদা আলাদাভাবে প্রত্যেকের সমস্যার কথা শুনে তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেন।

 আগরতলা ধলেশ্বরের বাসিন্দা আশিস কুমার মোদক লিভার সংক্রান্ত গুরুতর রোগে আক্রান্ত তার ছেলে কনাদ মোদকের চিকিৎসায় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন। কনাদ মোদক পেশায় একজন সাংবাদিক। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকগণ শীঘ্রই কনাদের লিভার ট্রান্সপ্ল্যান্টের পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কনাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি জেনে সাথে সাথে সচিব ড. পি কে চক্রবর্তীকে কনাদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। উত্তর চড়িলামের বাসিন্দা দিলীপ চৌধুরী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তার ১২ বছরের ছেলে দীপজিৎ চৌধুরীর চিকিৎসার জন্য সহায়তার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন। উদয়পুরের বাসিন্দা দীপঙ্কর শূর ক্যান্সারে আক্রান্ত তার ১৩ বছরের ছেলে রাজদ্বীপ শূরের চিকিৎসায় সাহায্যের আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। মুখ্যমন্ত্রী দীপজিৎ ও রাজদ্বীপের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপারকে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। খোয়াইয়ের বাসিন্দা সুনীতি দাস আজ তার স্বামীর চিকিৎসায় সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। সুনীতি দেবীর স্বামী বিভিন্ন রোগে ভুগছেন। আর্থিক অনটনের কারণে সুনীতি দেবী তার স্বামীর চিকিৎসা ঠিকমত করতে পারছেন না। সুনীতি দেবী মুখ্যমন্ত্রীর কাছে তার এই অক্ষমতার কথা তুলে ধরলে মুখ্যমন্ত্রী সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। চম্পকনগরের বাসিন্দা নমিতা রাণী দাস তার মেয়ে রুপিকা দাসকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। রুপিকা কথা বলতে পারেন না এবং কানেও শুনেন না। নমিতা দেবীর স্বামী পেশায় একজন দিনমজুর। তার পক্ষে মেয়ে রুপিকার চিকিৎসা খরচ চালাতে সমস্যা হচ্ছে।

নমিতা দেবীর এই সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তেলিয়ামুড়ার বাসিন্দা তুষার সিংহরায় তার মা-কে নিয়ে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে এসেছিলেন। তুষারের জেইই অ্যাডভান্স ২০২৩ পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাঙ্ক হচ্ছে ১,২১০ এবং সে আইআইটি বোম্বেতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ারিংয়ে পড়ার সুযোগ পেয়েছে। তুষার মুখ্যমন্ত্রীর কাছে কলেজের ফি ও অন্যান্য খরচ মেটাতে আর্থিক সহায়তার আবেদন জানান। মুখ্যমন্ত্রী তুষারকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। তেমনি আজ কৃষ্ণনগর পুরান কালীবাড়ি লেনের বাসিন্দা ক্যান্সার রোগে আক্রান্ত রামচন্দ্র দেববর্মা, পশ্চিম ভুবনবনের বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত দিনমজুর দিলীপ সরকার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী উভয়ের সমস্যার কথা শুনে ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপারকে তাদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর সাথে জনগণের সাক্ষাতের সাপ্তাহিক কর্মসূচিতে আজ মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. শঙ্কর চক্রবর্তী, আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. শিরমনি দেববর্মা সহ সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য