স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই : রথ দুর্ঘটনায় রেশ কাটতে না কাটতেই আবারো বড়সড় দুর্ঘটনা থেকে অল্পতেই রক্ষা পেল কুমারঘাটবাসী। নদীতে ভেঙে পড়ল বিশাল আকারে বিদ্যুতের টাওয়ার। ঘটনার সাথে সাথে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয়। আহত হয় বেশ কয়েকজন। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর বারোটা নাগদ কুমারঘাটের পূর্ব রাতাছড়ায় বিদ্যুতিক টাওয়ার ভেঙে পড়ে। এবং টাওয়ারটি ভেঙে পড়ে মনু নদীতে। এলাকার এলটি লাইন ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
ক্ষনিকের মধ্যে শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগমের কর্মীদের। এলাকার রশিদ আলী এবং সিদ্ধাথ আলির অভিযোগ, টাওয়ারটি ভেঙে পড়ার সাথে সাথেই এলাকায় বেশ কয়েকটি বাড়ি ঘরে আগুন লেগে যায়। রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় বহু শিশু এবং যুবক ঘোরাফেরা করছিল তারা পর্যন্ত গুরুতর আহত হয়। নষ্ট হয়ে যায় বাড়ি ঘরের টিভি ফ্রিজ মোবাইল ফোন সহ বিভিন্ন সরঞ্জাম। কিন্তু ঘটনার পর পার্শ্ববর্তী এলাকায় মানুষ ছুটে এসে রাতা ছড়ার মানুষকে প্রাণে বাঁচায়। কিন্তু উদ্বেগের বিষয় হলো বিদ্যুৎ নিগমের কর্মীদের সাথে সাথে খবর দেওয়া হলেও প্রায় ঘন্টাখানেক পর তারা ঘটনার স্থলে আসে। এই মুহুর্তের মধ্যে মানুষ নিরুপায় হয়ে খবর দেয় পুলিশকে। কিন্তু এর টাওয়ার নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল এলাকাবাসীর। এলাকাবাসী এ বিষয়ে জানায় গত পাঁচ বছর ধরেই তারা টাওয়ারটি অন্যথায় স্থানান্তর করার জন্য নিগম কর্তৃপক্ষের কাছে দাবি করে আসছে। কিন্তু টাওয়ারটি সরানোর কোন উদ্যোগ নেওয়া হয়নি। বরং টাওয়ারটি বাঁশের খুটি দিয়ে সেখানে কোন রকম ভাবে দাঁড় করিয়ে রেখেছিল নিগমের কান্ডজ্ঞানহীন কর্মীরা। শেষ পর্যন্ত আশঙ্কা বাস্তব হল বুধবার। বিপদের মুখে পড়ল এলাকাবাসী। এখন এর দায়ভার কে নেবে সেটাই প্রশ্ন উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। রথ দুর্ঘটনার পর আবারো বড়োসড়ো দুর্ঘটনায় সংগঠিত হতে পারত বুধবার বলে মনে করছে অভিজ্ঞ মহল।