স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই : বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটারের বিরুদ্ধে নিম্নমানের পরিসেবা প্রদানের অভিযোগ তুলে কৈলাশহর মহকুমার রাঙ্গাউটি এলাকায় পথ অবরোধ করে স্থানীয়রা। পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেওয়ার পর পথ অবরোধ মুক্ত করে স্থানীয়রা। কৈলাশহর মহকুমায় বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিম্নমানের পরিষেবা প্রদানের অভিযোগ তুলে আসছে কৈলাশহর মহকুমাবাসী।
রাঙ্গাউটি এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ চপলতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যার কারণে বুধবার রাঙ্গাউটি এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। দীর্ঘ সময় ধরে এই অবরোধ চলতে থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই অবরোধ চলে বিকেল তিনটে নাগাদ। শেষ পর্যন্ত ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার পুলিশ। সাই কম্পিউটার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মীরা ও ঘটনাস্থলে ছুটে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।