Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবীমার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ এজেন্টের বিরুদ্ধে

বীমার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ এজেন্টের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : বীমা সংস্হার এজেন্ট দ্বারা টাকা আত্মসাৎ সহ প্রতারণার গুরুতর অভিযোগ তুললেন এক গ্রাহক। জানা যায়, কমলা সাগর বিধানসভার নোয়াপাড়া এলাকার সালমা খাতুন নামে এক মহিলা গোলাঘাটি এলাকার তাপস ভৌমিক নামে এক ব্যক্তির কাছে ভবিষ্যতের কথা চিন্তা করে একটি বীমা পলিসি করেছিলেন। গত ২০২১ সালে এই বীমা পলিসি করেন। প্রতি মাসের ৭৩০ টাকা করে জমা রাখতে শুরু করেন।

মহিলা এক বছর টাকা জমা দেওয়ার পর কোন রশিদ এনে দেখাতে পারেনি এজেন্ট। পরে সেই মহিলাকে ২০২২ সালের দুটি রশিদ এনে দেয়। তখন সেই মহিলার সন্দেহ জাগে। কারণ ওই মহিলা শুধু একটি পলিসি করেছিলেন। তখন মহিলা তাপস ভৌমিক নামে সেই এজেন্টকে জিজ্ঞাসা করে যে এক বছরের জমা দেওয়া টাকা কোথায় ? তখন এজেন্ট তাপস ভৌমিক মহিলাকে অনেক কিছু বলে বুঝানোর চেষ্টা করে, কিন্তু এই মহিলার সম্পূর্ণভাবেই বুঝে যায় এজেন্ট তাপস ভৌমিক ওই মহিলার এক বছরের জমানো টাকা আত্মসাৎ করে ফেলেছে। এবং দিনের পর দিন ওই মহিলার সাথে প্রতারণা করেছে। বর্তমানে তিনি প্রশাসনের সহযোগিতা চাইছেন। পাশাপাশি অভিযুক্ত এজেন্টের শাস্তি দাবি জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য