Monday, October 2, 2023
বাড়িরাজ্যগন্ডাছড়া বাজারে প্রশাসনিক অভিযান

গন্ডাছড়া বাজারে প্রশাসনিক অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : অভিযোগের পর বৃহস্পতিবার গন্ডাছড়া বাজারে ধলাই জেলা ফুড সেফটি প্রতিনিধি দল অভিযান চালায়। প্রতিনিধি দলে ছিলেন গন্ডারছড়া মহকুমা শাসক ফুড কন্ট্রোলার তরুণী সেন ত্রিপুরা এবং গন্ডাছাড়া আরক্ষা প্রশাসন। এদিন অভিযানে নারায়নপুর ভিলেজের এক বাড়ি পানীয় জলের ফ্যাক্টরি সিস করে দেন।

 অভিযোগ ব্যাপক অনিয়ম রয়েছে এই ফ্যাক্টরি বিরুদ্ধে। পরবর্তী সময় তারা গন্ডারছড়া বাজার মিষ্টির দোকান, হোটেল, রেস্টুরেন্ট মুদির দোকান, শুকনো মাছের দোকান এবং আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানে খাবার সামগ্রী উপর তাদের সন্দেহ হয়। সেসব খাবার সামগ্রী নমুনা সংগ্রহ করেন প্রশাসনিক প্রতিনিধি দল। এবং বহু দোকানে ফুড সেফটি লাইসেন্স না থাকায় সেসব দোকানিদের সতর্ক করা হয়। নির্দেশ দেওয়া হয় দ্রুত ফুড সেফটি লাইসেন্স করার জন্য। এবং বেআইনিভাবে যেসব সামগ্রী দোকানের মধ্যে রেখেছিল সেগুলি প্রশাসনিক প্রতিনিধি দল ডাস্টবিনে ফেলে দেয়। মেয়াদ উত্তীর্ণ খাবার এবং বেআইনি সামগ্রী যাতে দোকান থেকে বিক্রি না হয় তার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের সাদা কাগজ ব্যবহার করার জন্য বলা হয়েছে। এ ধরনের অভিযান লাগাতার জারি থাকবে বলে জানান প্রশাসনিক আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য