স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মর্ডানাইজেশন কর্মসূচিতে ৬ টি বিষয়ে সার্বিক সাফল্য অর্জনের জন্য ত্রিপুরা রাজ্যকে ভূমি সম্মান প্লাটিনাম পুরস্কার ২০২৩ দেওয়া হয়। এই কর্মসূচিতে রাজ্যের সাতটি জেলাকেও পুরস্কৃত করা হয়। নয়াদিল্লির বিজ্ঞান ভবনের প্ল্যানারী হলে এক অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি রাজ্য সরকারের রাজস্ব দপ্তর ও রাজ্যের সাতটি জেলাকে ভূমি সম্মান প্লাটিনাম পুরস্কার ২০২৩ তুলে দেন।
রাজ্যের হয়ে পুরস্কার গ্রহণ করেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল এবং ভূমি সংস্কার ও ভূমি বন্দোবস্ত দপ্তরের অধিকর্তা রত্নজিত দেববর্মা। পুরষ্কার প্রাপ্ত রাজ্যের সাতটি জেলা হল পশ্চিম জেলা, খোয়াই জেলা , ধলাই জেলা, ঊনকোটি জেলা , গোমতী জেলা, সিপাহিজলা জেলা ও দক্ষিণ জেলা। সমস্ত জেলার জেলাশাসকেরা এই পুরস্কার গ্রহণ করেন। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সাফল্যের বিষয়ে জানান রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল। দেশের ৯ টি রাজ্যের ৬৮ টি জেলা ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মর্ডানাইজেশনে ৯৯ শতাংশের অধিক সাফল্য অর্জন করেছে তাদের পুরষ্কার প্রদান করা হয়। প্রথমবার এই পুরষ্কার প্রদান করে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর তত্বাবধানে রাজ্যের রাজস্ব দপ্তর কাজ করছে। তারই সফলতা স্বরূপ রাজ্য এই ভূমি সম্মান প্লাটিনাম পুরস্কার ২০২৩- পেয়েছে বলে জানান দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল। ২০০৪ সাল থেকে এই পক্রিয়া শুরু হয়। বর্তমানে ১২ লক্ষ জমির খতিয়ান কম্পিউটারাইজড সিসেস্টে নথিভুক্ত করা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মর্ডানাইজেশনের সুবিধা ভোগ করছে রাজ্যের মানুষ। এতে জমি ক্রয় ও বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি।