স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : রাজ্য বাজেটে শিক্ষা খাতে ধারাবাহিক বরাদ্দ হ্রাসের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টি এস ইউ -র পক্ষ থেকে বুধবার বিকেলে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় আগরতলা শহরে। ছাত্র যুব ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, ২০১৮ সালে বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষা ক্ষেত্রে প্রতিবছর বরাদ্দ কমানো হচ্ছে।
কিন্তু বামফ্রন্ট সরকার যখন রাজ্যে ক্ষমতায় ছিল তখন অধিক অর্থ শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ করা হতো। বর্তমানে তিন শতাংশে অধিক বরাদ্দ কমে গেছে। আর বরাদ্দ কমানো মানেই শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ নামিয়ে আনা। তিনি আরো বলেন রাজ্যে শিক্ষা ক্ষেত্রে কোন নতুন পরিকাঠামো গড়ে উঠছে না। স্কুল কলেজে শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপকের চরম সংকট রয়েছে। এভাবে দিন দিন অন্ধকার নামিয়ে আনা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে। এর প্রতিবাদে বাম ছাত্র সংগঠন প্রতিবাদে নেমেছে। কিন্তু এ সরকার গণতন্ত্রের কণ্ঠস্বর শুনতে চায় না। শুধুমাত্র মিথ্যে বুলি ঝরাচ্ছে বলে তীব্র সমালোচনা করেন। আরো বলেন এই সরকার গণশিক্ষার জন্য কোন কিছুই করছে না। গুণগত শিক্ষার নাম করে স্কুল বন্ধ করে শিক্ষা সংকোচনের নীতি গ্রহণ করে চলেছে। তাই সরকার স্কুল কলেজে সমস্যা গুলি নিরসন করার জন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে দাবি জানান সন্দীপন দেব।