স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : মদমত্ত লরি চালকের তান্ডবে আহত তিনজন। নাবালক সহ চালকের গাড়ি চালানোর খেসারত দিল পথ চলতি মানুষ সহ বাইক আরোহী। ঘটনা বুধবার রাজধানীর চন্দ্রপুর এলাকায়। জানা TR 01 AQ 1819 নাম্বারের একটি ট্রাক দ্রুত বেগে ধেয়ে এসে চন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দারিয়ে থাকা একাধিক বাইক ও স্কুটিতে সজোরে ধাক্কা মারে।
এতে আতঙ্ক ছড়িয়ে পরে রাস্তার পাশে থাকা মানুষদের মধ্যে। গাড়িটি বাইক ও স্কুটি গুলিতে ধাক্কা মেরে আর এগুতে পারেনি। অবস্থা বেগতিক বুঝে ট্রাক চালক গাড়িটিকে পিছুতে যায়। এতে পেছনে থাকা টমটম ও বাইকের একাধিক আরোহী আহত হয়। এরপর স্থানীয়জনতা গাড়িটিকে আটক করে। আটক করা হয় নাবালক সহ চালককে। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। দমকল কর্মীরা ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে জিবিতে নিয়ে যায়। অন্যদিকে নাবালক গাড়ির সহ- চালক জনতার ক্ষোভের মুখে পড়ে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয়। নাবালক সহ চালক মদমত্ত অবস্থায় ছিল বলে দাবী করেন স্থানীয়বাসিন্দারা।