Saturday, January 25, 2025
বাড়িরাজ্যনেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল পরিদর্শনে গেলেন মেয়র

নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই:রাজধানীর বনেদি স্কুল নেতাজী সুভাষ বিদ্যানিকেতন দীর্ঘ দিনের যাবত নানা সমস্যায় জর্জরিত। এই সমস্ত সমস্যা গুলি নিরসন করার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এবং পরিচালন কমিটি আগরতলা পুর নিগমের কাছে আবেদন জানান। মূলত স্কুল পরিচালন কমিটির পক্ষে বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা মেয়র দীপক মজুমদারের দৃষ্টি আকর্ষণ করেন।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার মেয়র দীপক মজুমদার স্কুল পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটার রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। তাদের বক্তব্যের সত্যতা খুঁজে পান মেয়র। পরিদর্শন শেষে মেয়র জানান স্কুলে বেশ কিছু জায়গা অস্বাস্থ্যকর পরিস্থিতিতে রয়েছে। তাছাড়া স্কুলের জায়গা দখল করে বাড়ি ঘর নির্মাণ করা হয়েছে। ডিমার্গেশনের মাধ্যমে জমি চিহ্নিত করে তা পুনঃর উদ্ধার করা হবে। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে স্কুলের জন্য বাউন্ডারি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার ৩০ থেকে ৩৫ বাড়ির আউট লেট স্কুলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সেই নিস্কাসনী ব্যবস্থা কাঁচা অবস্থায় রয়েছে। তাকেও পাকা ড্রেইনে রূপান্তর করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। সার্বিক ভাবে স্কুলের গড়িমা ফিরিয়ে আনতে আগরতলা পুর নিগম চেষ্টা করবে বলে আশ্বাস দেন মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য