Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যএসএফআইয়ের ডেপুটেশন

এসএফআইয়ের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই:রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যার স্থায়ী অধ্যাপক নিয়োগ করা, সরকারি কলেজে ফি বৃদ্ধি প্রত্যাহার করা, সমস্ত ছাত্র ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া সহ বিভিন্ন দাবি নিয়ে আবারও সরব হয়েছে বাম ছাত্র সংগঠন।

বুধবার ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ ৬ সদস্যের প্রতিনিধিদল উচ্চশিক্ষা সংক্রান্ত নয় দফা দাবি নিয়ে দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশনে প্রদান করেন। এদিনের ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, সভাপতি সুলেমান আলী সহ অন্যান্যরা। এদিনের ডেপুটেশন শেষে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, সংগঠনের পক্ষে উত্থাপিত প্রত্যেকটি দাবির প্রতি অধিকর্তা সহমত জানিয়েছেন। সকল ছাত্রের ভর্তি নিশ্চিত করা, স্টাইপেন্ড বৃদ্ধি, শিক্ষক নিয়োগ ও সেনেটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেবেন বলে উচ্চশিক্ষা অধিকর্তা ছাত্র প্রতিনিধিদের আশস্ত করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য