স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : কলেজ গুলিতে কর্মী স্বল্পতা সহ নানা সমস্যা রয়েছে। তাই এই সমস্যা পূরণের দাবিতে উচ্চ শিক্ষা যুগ্ম অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিলেন মহাবিদ্যালয় শিক্ষক কর্মী সংগঠনের নেতৃত্ব। সোমবার বিকেলে কর্মীরা অফিস লেন শিক্ষা ভবনে যান।
তাদের ৫ দফা দাবিতে ডেপুটেশন দেন। এদিন তারা অভিযোগ করেন কৈলাশহরের কলেজের অধ্যক্ষ স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদ জানান। পাশাপাশি দাবি জানান সমস্ত কলেজের মিনিস্ট্রিয়াল স্টাফদের আর্ন লিভ দেওয়া, কলেজ গুলিতে কর্মী স্বল্পতা থাকায় গ্রুপ-সি গ্রুপ- ডি নিয়োগ করার দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সম্পাদক গৌতম রায় সহ অন্যরা।