স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার পুলিশ শালবাগান এলাকা থেকে ১৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া মহাকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নিকট শনিবার রাতে গোপনে সংবাদ যায় একটি দূরপাল্লার কন্টেনার গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা বহিঃরাজ্যে পাচার করা হবে।
সেই সংবাদের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক ওত পেতে বসেন। পরবর্তী সময় সালবাগান এলাকা থেকে একটি কন্টেইনার গাড়ি আটক করা হয়। গাড়িটি রাস্তার পাশে দার করানো অবস্থায় ছিল। গাড়িটিতে তল্লাসি চালানোর পর গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৭০ টি গাঁজার প্যাকেট। প্রতি প্যাকেট ২ কেজি করে গাঁজা ছিল। উদ্ধার হওয়ার গাঁজার মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। তিনি আরও জানান গাঁজা সহ কাউকে আটক করা না গেলেও, গাড়ির চালকের বিষয়ে বিস্তারিত জানা গেছে। সহসাই গাড়ির চালককে জালে তোলার চেষ্টা করা হবে।